Thursday , 18 April 2024
শিরোনাম

বিএনপি হলো মাউথ ছাড়া হাতি: নানক

বিএনপিকে মাউথ ছাড়া হাতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নাসিক নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হায়াৎ আইভীর মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

নানক বলেন, ‘এই দলটি (বিএনপি) কিভাবে এগিয়ে যাবে, তারা হলো মাউথ ছাড়া হাতি। যে দলের কোনো নেতা নেই, সে দলের কোনো মাথা নেই। এটাই হলো বিএনপি। সে দলের কোনো অস্তিত্ব নেই।’

তিনি আরো বলেন, ‘কিভাবে দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেবে তারা (বিএনপি)? তারাই আজও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করেছে, দেশীয় ও আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র করছে।’

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে একটি মডেল নির্বাচন উল্লেখ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘নারায়ণগঞ্জবাসী এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে নৌকায় ভোট দিয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতি একটি বার্তা দিয়েছেন সেটা হলো দেশের মানুষ এখন উন্নয়নের পক্ষে নৌকার পক্ষে। এই বার্তা জানতে পেরে আতঙ্কিত হয়েছে সাম্প্রদায়িক একটি দল। এই নির্বাচনের মাধ্যমে জাতির কাছে যে বার্তা গেছে তাতে তারা (বিএনপি) উন্মাদ হয়ে গেছে। সেই উন্মাদনায় তাদের কিছুই ভালো লাগে না। তাদের ভালো না লাগার এই ওষুধ আমাদের কাছে নাই। এই ওষুধ হলো দেশের জনগণ। তারা (বিএনপি) আগামী নির্বাচনে জনগণের কাছে থেকে প্রত্যাখান হবে জানতে পেরে তাদের এখন ভালো লাগে না। এই ভালো না লাগার দলটি হলো বিএনপি।’

সার্চ কমিটি প্রসঙ্গে নানক বলেন বলেন, ‘বাংলাদেশে গত ৫০ বছর যে আইন করা হয়নি, নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্রকে পাকাপোক্ত করা হয়নি। শেখ হাসিনা সেই আইন করে নির্বাচনী ব্যবস্থা পাকাপোক্ত করে দিয়েছেন। শেখ হাসিনা নির্বাচন আইন করে গণতন্ত্রকে উদ্ধার করেছে, গণতন্ত্রকে শক্তিশালী করেছেন। বিএনপি গণতন্ত্রকে হত্যা করেছে তারা কিভাবে গণতন্ত্রের কথা বলে। যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল তারাই দেশের মানুষকে গণতন্ত্র শিখায়। বিএনপির হাতে কখনো গণতন্ত্র নিরাপদ না, এটা দেশের মানুষ ভালো করে জানে।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন, মির্জা আজম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, কেন্দ্রীয় কার্যনিবাহীর সদস্য শাহাবুদ্দীন ফরাজি প্রমুখ।

Check Also

রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত রিয়াদ, ১৭ এপ্রিল, ২০২৪

আরিফুল ইসলাম সৌদি আরব প্রতিনিধি সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x