মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
বান্দরবানে বিদেশি পর্যটকদের সংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বিদেশিদের ভ্রমণ সহজিকরণ করতে অনুমোদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার ওয়েব বেইজড সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। এই সফটওয়্যারের মাধ্যমে বিদেশিরা খুব সহজেই প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে না গিয়েও অনলাইনে ভ্রমণ আবেদন করতে পারবেন। আবেদন করার পাঁচদিনের মধ্যেই সম্পন্ন হবে সকল প্রক্রিয়া। ৩১জুলাই রবিবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং উপস্থিত থেকে এই সফটওয়ারের উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত জেলা প্রশাসক মো:শেখ ছাদেক,সেনাবাহিনীর কর্মকর্তা মেজর মো: হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সারোয়ার’সহ বিভিন্ন অফিসের কর্মকর্তা,বান্দরবানে কর্মরত সাংবাদিকবৃন্দ, ট্যুর গাইড এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানিয়েছেন, এতদিন বিদেশি পর্যটকদের জেলা প্রশাসন কার্যালয়ে এসে ভ্রমণ অনুমতি নিতে আবেদন করতে হতো। নতুন সফটওয়্যারটির মাধ্যমে এখন থেকে বিদেশে পর্যটকরা অনলাইনে তাদের আবেদন পূরণ করতে পারবে। সেইসাথে বান্দরবান ভ্রমণের অন্যান্য সুবিধাগুলোও তারা ভোগ করতে পারবেন। এতে করে বিদেশি পর্যটকদের সংখ্যা বান্দরবনে বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা ব্যক্ত করেছেন। নতুন এই সফটওয়্যারটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এটি তৈরি করেছেন জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী প্রোগ্রামার গৌতম চক্রবর্তী।