হাজী মোঃ সিদ্দিকুর রহমান বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার জেলা আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের সাবেক মেম্বার, আবুল কালাম এর ছেলে বিবাহ অনুষ্ঠানে তিন হাজার লোকের আয়োজন অতঃপর প্রশাসনের পক্ষ থেকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
করোনা কালীন মুহূর্তে সরকারের নির্দেশনা অনুসারে একত্রে একশত লোকের আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ হলেও বরগুনা জেলার আমতলী উপজেলার ৩ নং আঠারো গাছিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা সাবেক মেম্বার, মোঃ আবুল কালামের ছেলের বিবাহ অনুষ্ঠান জাঁকজমক ভাবে আয়োজন করা হয়েছে। আজ দুপুরে আবুল কালাম মেম্বারের বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিবাহ অনুষ্ঠানে আঠারো গাছিয়া এবং কুকুয়া ইউনিয়নের চেয়ারম্যানদ্বয় উপস্থিত ছিলেন। সরকারি নিয়মনীতি উপেক্ষা করে তিন হাজার মানুষের সমাগম হলে আমতলী উপজেলা প্রশাসন (এ্যসিলেন্ট) মোঃ নাজমুল ইসলাম বিবাহ অনুষ্ঠানে গিয়ে দশ হাজার টাকা জরিমানা করেন, এবং দ্রুত অনুষ্ঠান সমাপ্তি করার জন্য নির্দেশনা প্রদান করেন।