বিশ্বকাপের তিন মাস আগে বাংলাদেশ দলে বিশ্বকাপ অধিনায়ক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মারাত্মক ইনজুরির দিকে এগিয়ে যাওয়া তামিম ইকবাল শেষ পর্যন্ত বিশ্বকাপে নেতৃত্ব দিতে পারবেন কিনা তা এখন বিরাট প্রশ্ন। যদি তামিম কোন কারণে নেতৃত্ব না দিতে পারেন তাহলে অধিনায়ক কে হবেন? এই প্রশ্নের উত্তরে বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট চাইছেন সাকিব আল হাসানকেই।
সাকিবকে অধিনায়ক হিসেবে অপছন্দ করার কারণ নেই কোন। বাংলাদেশের বড় ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা এই অলরাউন্ডার বিশ্বকাপে নেতৃত্ব দেয়ার একমাত্র পছন্দ। তাই লিটন দাসকে আফগানিস্তানের বিপক্ষে দুই ওয়ানডের জন্য নেতৃত্ব দিলেও এর বেশি এগোতে চায়নি বিসিবি। তামিমের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা থাকলেও শেষ পর্যন্ত এই ব্যাটার ফিট না হলে খালেদ মাসুদ সাকিবকেই চাইছেন।
৩২ বিশ্ববিদ্যালয় নিয়ে হওয়ার ইনডোর ক্রিকেট টুর্নামেন্টের এক সংবাদ সম্মেলনে সাবেক অধিনায়ক বলেন, ‘তামিম যদি ইনজুরির কারণে নেতৃত্ব না দিতে পারে তাহলে আমার কাছে মনে হয় ৯০ ভাগ মানুষই বলবে সাকিব আল হাসান। অনেকেই হয়তো আছেন কিন্তু আমি কাউকেই ছোট করব না তার অনেক সময় আছে। কিন্তু সাকিব যে একটা ব্র্যান্ড, সে যখন আম্পায়ারের সঙ্গে কথা বলবে, ড্রেসিংরুমে থাকবে….সাকিব এই জায়গাটা তৈরি করেছে। তো কোন সন্দেহ নেই তামিম যদি কোন কারণে মিস করে তাহলে সাকিবকে ট্রাই করা যায়।’