বিশ্বকাপে দ্রততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন অজি ব্যাটার গ্ল্যান ম্যাক্সওয়েল। বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি ৪০ বলে ১০১ রান সংগ্রহ করে এই রেকর্ড গড়েছেন। এই বিশ্বকাপের আগে ৫০ বলে শতক হাঁকিয়ে দ্রুততম শতকের রেকর্ডের মালিক ছিলেন আইরিশ ব্যাটার কেভিন ওব্রেইন। তবে এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে শতক হাঁকিয়ে সেই রেকর্ড নিজের করে নেন দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন।
তবে আজ বিশ্বকাপের মাঝপথে সেই রেকর্ড আবারো ভেঙে গেল। দিল্লিতে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ৪০ বলে শতক হাঁকিয়ে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন গ্লেন ম্যাক্সওয়েল।
ইনিংসের ৩৯তম ওভারে মাঠে নেমে ডাচ বোলারদের উপর চড়াও হন ম্যাক্সওয়েল। ৯ চার ও ৮টি ছয়ের মারে ৪৪ বলে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই অজি ব্যাটার। শেষ পর্যন্ত এই দুর্দান্ত শতকে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ৩৯৯ রানের পাহাড় সমান সংগ্রহ পেয়েছে।