বিয়ের বৈধতা জানতে চেয়ে পরীমনি-রাজকে আইনি নোটিশ

অন্যান্য

আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই অবৈধভাবে ফের বিয়ে করার অভিযোগ জানিয়ে চলচ্চিত্র নায়িকা পরীমনি এবং অভিনেতা রাজকে উকিল নোটিশ দিয়েছেন এক আইনজীবী।

কুমিল্লা থেকে পরীমনি ও অভিনেতা শরিফুল রাজকে এ আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী। আগামী ৭ কর্মদিবসের মধ্যে জবাব না এলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে নোটিশে।

১০ বছর আগে বিয়ে করা স্বামীকে তালাক না দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েই নোটিশ করা হয়েছে বলে জানিয়েছেন ওই আইনজীবী। নোটিশ দাতা বলেন, পরীমনির কাছে যদি নথিপত্র থাকে, তাহলে সেটা যেন প্রকাশ্যে আনা হয়।

বুধবার কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী পরীমনি ও রাজকে পাঠানো নোটিশের তথ্য নিশ্চিত করেছেন।

নোটিশ দাতার দাবি- ২০১২ সালের ৪ এপ্রিল নায়িকা পরীমনি যশোরের কেশবপুর এলাকার যুবক ফেরদৌস কবির সৌরভকে বিয়ে করেন। ওই সময় এক লাখ টাকার কাবিনে বিয়েটি নিবন্ধিত হয় কেশবপুর শহরের অফিসপাড়ার কাজী এম ইমরান হোসেনের মাধ্যমে। এদিকে ফেরদৌসকে তালাক না দিয়ে নায়িকা পরীমনি গত ১৭ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করে আইন লঙ্ঘন করেছেন। এমন অভিযোগও আনা হয় ওই নোটিশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *