ইউক্রেনের কিয়েভের কাছে বুচা শহর পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। সেখানে একটি গীর্জার কাছে ‘গণকবর’ ঘুরে দেখেন তিনি।
এ নিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘এখানে, আপনি অনুভব করেন যে, এটি একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং জবাবদিহিতার জন্য কতটা গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘আমি আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) সম্পূর্ণ সমর্থন করি এবং রাশিয়ান ফেডারেশনের কাছে আবেদন জানাই যে, তারা সহযোগিতা করতে আইসিসির প্রস্তাব গ্রহণ করবে। কিন্তু যখন আমরা যুদ্ধাপরাধের কথা বলি তখন আমরা ভুলে যেতে পারি না যে, সবচেয়ে খারাপ অপরাধ হল- যুদ্ধ নিজেই।’
রুশ বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, তারা বুচা ছাড়ার আগে সেখানে গণহত্যা চালিয়েছে। অবশ্য রাশিয়া এ দাবি অস্বীকার করে আসছে।
প্রথমে কিয়েভের উত্তর-পশ্চিমে বোরোদিয়াঙ্কা শহরতলী পরিদর্শন করেন গুতেরেস। গত মার্চে শহরটি কয়েক সপ্তাহ ধরে ঘিরে রেখেছিল রুশ বাহিনী।
ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার রাতে পৌঁছান জাতিসংঘ মহাসচিব। মস্কো থেকে পোল্যান্ডগামী ট্রেনে চড়ে কিয়েভে পৌঁছান তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে সপ্তাহের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। শান্তি আলোচনার পাশাপাশি মারিউপোলে আটকে থাকা বেসামরিক লোকজনের উদ্ধার নিয়েও কথা বলেন গুতেরেস। বিষয়টি নিয়েই এদিন জেলেনস্কির সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে তার। কীভাবে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি ফিরিয়ে আনা যায়, সেটি নিয়েও আলোচনা করবেন তিনি।