হাজী মোঃ সিদ্দিকুর রহমান বরগুনা জেলা প্রতিনিধি্ঃ
বরগুনা জেলা বেতাগী উপজেলার ৬ নং কাজিরাবাদ ইউনিয়নে ইরি ধানের বাম্পার ফলন হয়েছে। তাই আধুনিক প্রযুক্তি নির্ভর হয়ে চাষিরা যথেষ্ট খুশি। ধান কাটার মেশিন দিয়ে চাষিরা ইরি ধান কাটতে পেরে তারা যথেষ্ট লাভবান হচ্ছে।
এই কৃষক ভাইয়েরা মেশিন দিয়ে ইরি ধান কাটিয়ে খুশি তারা, এবং কৃষক বলছেন হাতে ধান কাটায় আমাদের সময় নষ্ট হত। এখন মেশিন দিয়ে ধান কাটায় আমাদের খরচ কমে যাবে,তবে একটু সমস্যা যদি ধানের দামটা বৃদ্ধি হতো তাহলে কৃষকের একটু স্বস্তি মিলতো। ধানের দাম কম হওয়াতে কৃষক বিপকে আছে।
এ বিষয়ে স্থানীয় কৃষকেরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিগত দিন বলে এসেছিল সোনার বাংলাদেশকে ডিজিটাল করবে,তাই মাননীয় দেশরত্ন শেখ হাসিনার সেই দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে আজ আমাদের কৃষকের অনেক খরচ কমে গেছে এবং ধান কেটে আনন্দিত হলাম।
আমরা কৃষক এজন্য মাননীয় প্রধানমন্ত্রী ও কৃষি মন্ত্রীর জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করি। সে যেন দীর্ঘদিন এই গরীব দুঃখী মেহনতী মানুষের মধ্যে বেঁচে থাকেন এবং বাংলাদেশকে যাতে আরো এগিয়ে নিয়ে যায় সেজন্য আমরা কৃষক সবাই তার জন্য দোয়া করি।