মোঃ সাইফুল ইসলাম আকাশ, জেলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্বোধনী উদ্যোগ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৮ জুন সকাল ১০ টায় সম্প্রসারিত উপজেলা কমপ্লেক্সের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবাহী ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালে অংশ গ্রহন করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক তৌফিক এলাহী চৌধুরী।
তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্বোধনী উদ্যোগ সবার জন্য বিদ্যুৎ,নারীর ক্ষমতায়ন,আশ্রয়ণ,শিক্ষা সহায়তা,পল্লী সঞ্চয় ব্যাংক,ডিজিটাল বাংলাদেশ,কমিউনিটিক্লিনিক ও শিশু বিকাশ,বিনিয়োগ বিকাশ,পরিবেশ সুরক্ষা,সামাজিক নিরাপত্তা কর্মসূচি যা আমাদের বিশ্বের সাথে খাপ খাইয়ে চলার অন্যতম হাতিয়ার।
এসময় আরো বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম,বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তপতী চৌধুরী,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী প্রকোশলী শ্যামল কুমার গাইন,বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার,বোরহানউদ্দিন উপজেলা সহকারি প্রোগামার আইসিটি মিজানুর রহমান,সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আকাশ,উপজেলা সরকারি/বেসরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা,বিভিন্ন ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান বৃন্দ,উপজেলার সাংবাদিক বৃন্দ।