বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার সময় প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান শান্তি নুর সিন্দ্রেয়ান বারহাদের কন্সট্রাকশন সাইট পরির্দশন করেন। পরিদর্শনের সময় তিনি প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় শান্তি নুর সিন্দ্রেয়ান বারহাদের ম্যানেজিং ডিরেক্টর শাহজালাল মাসুদ বিভিন্ন কাজ সম্পর্কে বলেন এবং ঘুরিয়ে দেখান। পররাষ্ট্র সচিব বাংলাদেশিদের সবাইকে বৈধপথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করেন।
পরে বৃহস্পতিবার দুপুরে ব্রুনাইয়ের সংকুরণ এলাকায় অবস্থিত শান্তি নুর সিন্দ্রেয়ান বারহাদ রেস্টুরেন্টে ব্রুনাইয়ের বাংলাদেশ কমিউনিটির ব্যবসায়ী ও নেতাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সম্পর্কে তাদের অবগত করা হলে তা সমাধানেরও আশ্বাস দেন। কমিউনিটির পক্ষ থেকে সফরকারী দলকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং তাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এ সময় পররাষ্ট্র সচিবসহ প্রবাসী ও কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মল্লিক আনোয়ার হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ-পূর্ব এশিয়া) নাজমুল হুদা, পরিচালক জুবায়ের হোসেন, পরিচালক সুদানা একরাম খান উপস্থিত ছিলেন। এছাড়াও ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা, দূতালয়প্রধান জিলাল হোসেনসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে ২৯ আগস্ট ঢাকা থেকে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বন্দর সেরি বেগাওয়ানে আসেন। এখানে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট ইস্যু নিয়ে আলোচনা এবং তেলসমৃদ্ধ ব্রুনাই থেকে জ্বালানি আমদানির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।