ব্রুনাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ব্রুনাইয়ের সুলতান হাজী হাসান আল বলখিয়ারের ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
২৯ জুলাই শুক্রবার সন্ধ্যায় রয়েল ব্রুনাই পোলো অ্যান্ড কান্ট্রি ক্লাবের রয়েল বার্কশায়ার হলে বাংলাদেশ কমিউনিটির আয়োজনে এ অনুষ্ঠান হয়।
সুলতান ১৯৪৬ সালের ১৫ জুলাই ব্রুনাইয়ের রাজ পরিবারে যুবরাজ হিসেবে জন্মগ্রহণ করেন।
ব্রুনাইয়ের সুলতান হাজী হাসান আল বলখিয়ার ৭৬তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত এবং কুরআন থেকে তেলওয়াত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যরা অতিথিরা মিলে কেক কাটেন এবং সুলতানের জন্মদিনের খুশি ও আনন্দের বার্তা সবার মাঝে ছড়িয়ে দেন। ব্রুনাই এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক অত্যন্ত চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় এবং দীর্ঘস্থায়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। ব্রুনাইয়ে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক ব্যক্তিরা ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটর নেত্রী, পেশাজীবী, শ্রমজীবীসহ ব্রুনাইয়ের বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুরায়েজা বারাসি নুরুল ইসলাম।যুগান্তর