আগামী সপ্তাহে স্ন্যাপ নির্বাচনের পথ প্রশস্ত করতে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। পার্লামেন্ট ভেঙে দেওয়ার ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দেন ইসমাইল সাবরি।
তিনি বলেন, রবিবার আমি রাজা সুলতান আবদুল্লাহ আহমদ শাহের সঙ্গে দেখা করেছি।
এ সময় আমি তার কাছে পার্লামেন্ট ভেঙে দিতে তার অনুমতি চাই। রাজা আজ পার্লামেন্ট ভেঙে দিতে আমার অনুরোধে সম্মত হয়েছেন।
এ সময় সাবাহ, সারাওয়াক, মেলাকা ও জহুরসহ ১০ রাজ্যের স্থানীয় সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানান ইসমাইল সাবরি।
নিজের দল ইউনাইটেড মালয়েস ন্যাশনাল অর্গানাইজেশনকে (ইউএনএমও) নির্বাচনে এগিয়ে নিতে আগাম নির্বাচন চান ইসমাইল।
যে লক্ষ্যেই পার্লামেন্ট ভেঙে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়।
আগামী বছর সেপ্টেম্বরের আগেও নির্বাচন হওয়ার কথা ছিল না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ক্ষমতাসীন জোটের অভ্যন্তরে অন্তর্দ্বন্দ্ব মীমাংসার জন্য চাপে পড়েন প্রধানমন্ত্রী।
সূত্র: গার্ডিয়ান।