ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সরাসরি কাবার ওপর সূর্য, বিরল মহাজাগতিক ঘটনা ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা গণঅভ্যুত্থানে ‘মহাকাব্যিক’ বীরত্বগাথা রচনা করে গেছেন জুলাই শহীদরা : প্রধান উপদেষ্টা বান্দরবান ছাত্রসমাজের উদ্যোগে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদগঞ্জ দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র তারেক রহমান এর বিরুদ্ধে অশ্লীল স্লোগান কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিবন্ধনের তথ্যে ঘাটতি, প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’ ১৪৪ দল যুক্তরাষ্ট্র প্রবাসী নববধূকে পালাক্রমে ধর্ষণ প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মতলব উত্তরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মতলব উত্তরের টরকীকান্দায় জমি দখল ও প্রাণনাশের হুমকি: নিরাপত্তাহীনতায় ভোগছেন এক পরিবার

সাংবাদিক

 

সফিকুল ইসলাম রানা।।

মতলব উত্তরে গজরা ইউনিয়নের টরকীকান্দা গ্রামে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ উঠেছে একই এলাকার একাধিক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী মো. মনির হোসেন ও তাঁর স্ত্রী রুবি বেগম মতলব উত্তর থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৩৯৩, তারিখ: ০৮/০৭/২০২৫) করেছেন এবং আদালতে ১৪৫ ও ১০৭/১১৭(সি) ধারায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী মনির হোসেন (৫৮) জানান, তিনি ২০০৪ সালে আইনানুগভাবে টরকী এওয়াজ মৌজার সাবেক খতিয়ান ১৪৮৪ ও বর্তমান খতিয়ানে ২৬২৮ নাম্বারে ১.৮১ একর জমি রেজিস্ট্রি দলিলমূলে কিনে খাজনা প্রদানপূর্বক মালিক হিসেবে দখলে রয়েছেন। কিন্তু একই গ্রামের কবির প্রধানীয়া, দুলাল, সাত্তার, জাহাঙ্গীর, আলমগীরসহ অন্তত নয়জন দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন।
গত ৭ জুলাই ভোর ৬টার দিকে অভিযুক্তরা তাঁর মালিকানাধীন জমিতে জাল দিয়ে বেড়া দেয় এবং দখল নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তাঁকে মারধরের জন্য তেড়ে আসে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে স্থানীয়রা ছুটে এসে তাঁকে রক্ষা করেন। ভুক্তভোগীর ভাষ্য, অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি দিয়েছে যে, তাঁরা পরিবারসহ খুন করে লাশ গুম করে ফেলবে।
মনির হোসেন বলেন, আমার ছেলে-মেয়েরা বাড়িতে থাকে না। আমি আর স্ত্রী মিলে দুইজন একা থাকি। অভিযুক্তরা বারবার জমি দখলের চেষ্টা করছে। জীবনের নিরাপত্তা নিয়ে আমরা চরম উৎকণ্ঠায় ভুগছি। স্থানীয়দের নিয়ে একাধিকবার সালিশ হলেও তারা মানেনি।
এ বিষয়ে তাঁর স্ত্রী রুবি বেগম বলেন, ২৭ জুন সকাল ১০টায় অভিযুক্তরা আমাকে দেখে তেড়ে আসে, মারধর করতে উদ্যত হয়। আবার ৫ জুলাই সকালের দিকে হাতুড়ি, চাপাতি, ছেনী নিয়ে বাড়িতে এসে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আশেপাশের লোকজন না থাকলে তারা আমাকে মেরে ফেলতো।
ভুক্তভোগী পরিবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর বাবুরহাট ক্যাম্প ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। একই সঙ্গে মতলব উত্তর থানায় নিরাপত্তার আবেদন করেছেন এবং আদালতের আশ্রয় নিয়েছেন।
এ প্রসঙ্গে এসআই শাহাদাত হোসেন বলেন, ঘটনার পরপরই ভুক্তভোগী থানায় এসে জিডি করেছেন। বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, টরকীকান্দা এলাকায় জমি নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। কয়েকবার সামাজিকভাবে সালিশ হলেও তা ব্যর্থ হয়। এখন আইন-আদালতের মাধ্যমে সমাধানের আশায় রয়েছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী পরিবার দাবি করেছে, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ না করলে তারা যে কোনো সময় বড় ধরনের ক্ষতির শিকার হতে পারেন। তাই তারা জোর দাবি জানিয়েছেন, জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

এ দিকে বিবাদীপক্ষের কবির হোসেন জানান, উক্ত সম্পত্তি আমাদের বৈধভাবে ক্রয়কৃত। আমরা আমাদের মালিকানাধীন জমিতে অবস্থান নিয়েছি। এখন যেহেতু প্রতিপক্ষ আদালতের আশ্রয় নিয়েছেন, আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টির সুষ্ঠু সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি।

নিউজের উল্লেখিত ছবি ক্যাপশন:
মতলব উত্তরে টরকীকান্দা গ্রামে মনির হোসেনের জমি বিবাদীদের দখলের চেষ্টায় কাটা তার খুলে মৎস্যজালের বেড়া স্থাপন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:০৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৫১৮ Time View

মতলব উত্তরের টরকীকান্দায় জমি দখল ও প্রাণনাশের হুমকি: নিরাপত্তাহীনতায় ভোগছেন এক পরিবার

আপডেটের সময় : ০৩:০৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

 

সফিকুল ইসলাম রানা।।

মতলব উত্তরে গজরা ইউনিয়নের টরকীকান্দা গ্রামে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ উঠেছে একই এলাকার একাধিক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী মো. মনির হোসেন ও তাঁর স্ত্রী রুবি বেগম মতলব উত্তর থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৩৯৩, তারিখ: ০৮/০৭/২০২৫) করেছেন এবং আদালতে ১৪৫ ও ১০৭/১১৭(সি) ধারায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী মনির হোসেন (৫৮) জানান, তিনি ২০০৪ সালে আইনানুগভাবে টরকী এওয়াজ মৌজার সাবেক খতিয়ান ১৪৮৪ ও বর্তমান খতিয়ানে ২৬২৮ নাম্বারে ১.৮১ একর জমি রেজিস্ট্রি দলিলমূলে কিনে খাজনা প্রদানপূর্বক মালিক হিসেবে দখলে রয়েছেন। কিন্তু একই গ্রামের কবির প্রধানীয়া, দুলাল, সাত্তার, জাহাঙ্গীর, আলমগীরসহ অন্তত নয়জন দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন।
গত ৭ জুলাই ভোর ৬টার দিকে অভিযুক্তরা তাঁর মালিকানাধীন জমিতে জাল দিয়ে বেড়া দেয় এবং দখল নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তাঁকে মারধরের জন্য তেড়ে আসে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে স্থানীয়রা ছুটে এসে তাঁকে রক্ষা করেন। ভুক্তভোগীর ভাষ্য, অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি দিয়েছে যে, তাঁরা পরিবারসহ খুন করে লাশ গুম করে ফেলবে।
মনির হোসেন বলেন, আমার ছেলে-মেয়েরা বাড়িতে থাকে না। আমি আর স্ত্রী মিলে দুইজন একা থাকি। অভিযুক্তরা বারবার জমি দখলের চেষ্টা করছে। জীবনের নিরাপত্তা নিয়ে আমরা চরম উৎকণ্ঠায় ভুগছি। স্থানীয়দের নিয়ে একাধিকবার সালিশ হলেও তারা মানেনি।
এ বিষয়ে তাঁর স্ত্রী রুবি বেগম বলেন, ২৭ জুন সকাল ১০টায় অভিযুক্তরা আমাকে দেখে তেড়ে আসে, মারধর করতে উদ্যত হয়। আবার ৫ জুলাই সকালের দিকে হাতুড়ি, চাপাতি, ছেনী নিয়ে বাড়িতে এসে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আশেপাশের লোকজন না থাকলে তারা আমাকে মেরে ফেলতো।
ভুক্তভোগী পরিবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর বাবুরহাট ক্যাম্প ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। একই সঙ্গে মতলব উত্তর থানায় নিরাপত্তার আবেদন করেছেন এবং আদালতের আশ্রয় নিয়েছেন।
এ প্রসঙ্গে এসআই শাহাদাত হোসেন বলেন, ঘটনার পরপরই ভুক্তভোগী থানায় এসে জিডি করেছেন। বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, টরকীকান্দা এলাকায় জমি নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। কয়েকবার সামাজিকভাবে সালিশ হলেও তা ব্যর্থ হয়। এখন আইন-আদালতের মাধ্যমে সমাধানের আশায় রয়েছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী পরিবার দাবি করেছে, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ না করলে তারা যে কোনো সময় বড় ধরনের ক্ষতির শিকার হতে পারেন। তাই তারা জোর দাবি জানিয়েছেন, জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

এ দিকে বিবাদীপক্ষের কবির হোসেন জানান, উক্ত সম্পত্তি আমাদের বৈধভাবে ক্রয়কৃত। আমরা আমাদের মালিকানাধীন জমিতে অবস্থান নিয়েছি। এখন যেহেতু প্রতিপক্ষ আদালতের আশ্রয় নিয়েছেন, আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টির সুষ্ঠু সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি।

নিউজের উল্লেখিত ছবি ক্যাপশন:
মতলব উত্তরে টরকীকান্দা গ্রামে মনির হোসেনের জমি বিবাদীদের দখলের চেষ্টায় কাটা তার খুলে মৎস্যজালের বেড়া স্থাপন।