Thursday , 25 April 2024
শিরোনাম

মতলব উত্তরের পিকনিক করতে এসে পানিতে ডুবে পুলিশপুত্র ১০শ্রেনীর ছাত্র নয়নের মৃত্যু

সফিকুল ইসলাম রানা:
মতলবে উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্র লিমিটেডে পিকনিক করতে এসে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম
টুটুল হাসান নয়ন (১৭) ডেমরার নাভারন স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেনীর ছাত্র। তার জন্মস্থান গুলপুর,মেঘনা, কুমিল্লা জেলায়। বর্তমানে সে ধনিয়া যাত্রাবাড়ী এলাকায় ভাড়া থাকতো। তার পিতা আব্দুল মান্নাম তেজগাঁও থানায় কনস্টেবল পদে চাকরি করেন। মাতা রিনা বেগম, সে আবদুল মান্নান ও রিনা দম্পতির একমাত্র সন্তান।
জানা যায়, নারুন স্কুল এন্ড কলেজের ১৩৫ জন ছাত্র নিয়ে মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্র লিমিটেড পিকনিক করার উদেশ্য আসে। আনুমানিক দেড়টার সময় কয়েকজন ছাত্র পানিতে সাতার কাটছিল,। সবাই তীরে উঠলেও নয়ন আর উঠেনি। বন্দুরা অনেক খোজাখুজির পর না পেয়ে নিকটবর্তী মোহনপুর নৌপুলিশের সহযোগীতা নেয়। পরে ডুবরী দল এসে নয়নের লাশ উদ্ধার করে। পুলিশ, সহপাঠী ও শিক্ষকরা নয়নকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক ডা.মোহাম্মদ হাসিবুল ইসলাম তাকে মৃত গোষনা করেন।
সহপাঠি শাহরিয়ার নাজিম মুন্না বলেন, সে আমার প্রিয় বন্দু ছিল। তার এভাবে মৃতু্যবরণ হবে তা মানতে বড় কষ্ট হচ্ছে।
নাভারন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. আজিজুল হক আসলে আমরা এসেছিলাম আনন্দ করার জন্য, কিন্তু এই ঘটনায় আমরা খুবই মর্মাহত।
লাশ বুঝে নেওয়ার জন্য তার অভিভাবকদের জানানো হয়েছে।

Check Also

দুই ভাইয়ের হত্যাকান্ড মধ্যযোগীয় বর্রবরতাকেও হার মানিয়েছে- প্রাণীসম্পদ মন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে সামাজিক সম্প্রীতি কমিটির সভায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মো. আব্দুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x