মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বান্দরবান সদর উপজেলার টংকাবতি ইউনিয়নের আলিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৭মার্চ রবিবার বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলীনগর সরকারি বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ও টংকাবতি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য মোঃ মোবারক মেম্বারএর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বান্দরবান সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইলিয়াছ। আলীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু মুছা এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব দাশ, সাংবাদিক মুহাম্মাদ আলী, গোয়ালিয়াখোলা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ইব্রাহীম, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক টুটুল কান্তি দাশ, সহকারী শিক্ষক অংচমং মারমা, সহকারী শিক্ষক সন্তোষ কুমার তংচঙ্গা,অভিবাবক সদস্য মনোয়ারা বেগম, সদস্য সালমা বেগম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন,বর্তমান সরকার লেখা পড়ার প্রতি খুবই আন্তরিক,এই সরকার বৎসরের প্রথম দিনে ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে,যা শিক্ষার্থীদের লেখা পড়ার প্রতি মনযোগ বৃদ্ধি পাচ্ছে। পড়াশোনার পাশা-পাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রয়োজন রয়েছে।
বক্তারা আরো বলেন,এই বিদ্যালয়ের লেখা পড়ার মান ভাল,বিদ্যালয়ের ভবনে ক্লাস রুমের সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন, এবং এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত শিক্ষক অন্য বিদ্যালয় হতে অতিসত্বর নিয়ে আসার অনুরোধ করেছেন বক্তারা। আলোচনা সভা শেষে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সংগীত শিল্পী টুটুল কান্তি দাশ,শিল্পী সাহাব উদ্দীন।পরিশেষ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু পরিবার বর্গের জন্য বিশেষ দোয়া করা হয়।