জেলায় আজ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নোমানী ময়দানে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মাদ আবু নাসের বেগ, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, সিভিল সার্জন ডাক্তার শহিদুল্লাহ দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাকিম বিশ্বাস, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস সাত্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে নোমানী ময়দানে ৩ দিনব্যাপি লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ আবু নাসের বেগ।