রংপুর ব্যুরোঃ বানিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেছেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের এরিয়া গুলোতে এক মাসের মধ্যে মাদক নির্মুল ও মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে যারা চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছে তারা পরর্বতীতে মেডিকেলে যে কোন সেবা নিতে পারবে। আজকে আমি যে স্কুলের মাঠে দাড়িয়ে কথা বলছি সেই স্কুলের চার তালা একাডেমিক ভবনের ব্যবস্থা করে দিবো।
আজ শনিবার দুপুরে হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা বানিজ্য মন্ত্রী টিপু মুন্সি এসব কথা বলেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান এর সভাপতিত্বে কমিউনিটি পুলিশং মহানগর শাখার আয়োজনে ও রংপুর মেডিকেল কলেজের সহোযোগিতায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পঙ্কজ কুমার শাহা, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান,রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. বিমল চন্দ্র রায়, স্বাস্থ্য পরিচালক এবিএম আবু হানিফ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, কমিউনিটি পুলিশং এর হারাগাছ থানার সাধারণ সম্পাদক জামিল আক্তার জামিলসহ মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাসহ সাংবাদিক বৃন্দ।