পবিত্র রমজান মাসে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে মানবতার তরী সমাজের সংগঠনের উদ্দেশ্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করছে। শনিবার সংগঠনটির স্বেচ্ছাসেবকরা আমবাড়ি হাট গোমনাতি শুকনাপুকুর এবং চৌরাঙ্গি ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন।রোজাদারদের মাঝে ইফতার ও সমাজের অবহেলিত মানুষদের পাশে দাড়ানোই ছিল তাদের একমাত্র কাম্য। ইফতার হিসেবে সুবিধাবঞ্চিত মানুষদের হাতে খেজুর, পোলাও, মাংস সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।
সংগঠনের সভাপতি বলেন রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, এটি মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশের সময়ও বটে। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যদি একজন মানুষকেও হাসি এনে দিতে পারে, সেটাই আমাদের সার্থকতা। ইফতার সামগ্রী পেয়ে অনেকে খুশি।