এম আজিজ তালুকদার,প্রতিনিধিঃ সৌদিআরব ১৪ই এপ্রিল ২০২৩ শুক্রবার সৌদি প্রবাসী মোসলেহ উদ্দিন মুন্নার প্রতিষ্ঠিত মানব সেবামূলক সংগঠন হাসির পক্ষ হতে নগরীর চাকতাই রাজাকালী এলাকায় অসহায় দোস্ত মানুষের মাঝে ঈদ বস্ত্র( শাড়ি লুঙ্গি পাঞ্জাবি) বিতরণ করা হয় মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে আব্দুন নুর এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব এম রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৫ নম্বর বক্সির হাট ওয়ার্ড কাউন্সিলর জনাব হাজী নুরুল হক। আরো উপস্থিত ছিলেন সমাজসেবক নিজামুদ্দিন কাজল, মহিউদ্দিন জনি, আজগর আলী, মোহাম্মদ লিটন, সাইদুর রহমান সাইমন, সাইফুদ্দিন, মামুন, তোফাজ্জল রোকন, আশরাফ জামান, মোহাম্মদ তারেক,মোহাম্মদ তাসিন, সামী প্রমুখ। প্রায় চার শতাধিক অসহায় নারী-পুরুষ ও শিশুদের মাঝে এই ঈদ বস্ত্র বিতরণকালে মাননীয় মেয়ার সকলকে হাসি’ সংগঠন এর মত কেটেখাওয়া জনগণের পাশে থাকার উদাত্ত আহ্বান জানান। মাননীয় মেয়র হাসির বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ জনবল এলাকা ও স্কুল- মাদ্রাসা ও মেডিকেল হাসপাতালে স্থাপন করা পানির মেশিনের ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন এই সমস্ত যে কোন সেবামূলক কাজে যেকোন ধরনের সাহায্য সহযোগিতা চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ হতে থাকবে। তথ্য সূত্রেঃ_ হাসি’র প্রতিষ্ঠাতা সভাপতি মোসলেহ উদ্দিন মুন্না।