মামুন হত্যা: অস্ত্র আইনের মামলায় পাঁচ জন ৪ দিনের রিমান্ডে
‘শীর্ষ সন্ত্রাসী’ তারিক সাইফ মামুন হত্যার পাঁচজনকে অস্ত্র আইনের মামলায় ৪ দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত। আজ বুধবার মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী জোনাল টিমের ইন্সপেক্টর মো. সাজ্জাদ হোসেন আসামিদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র আসামিদের জামিনের আবেদন নাকচ করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন মো. ফারুক হোসেন ফয়সাল ওরফে কুত্তা ফারুক, রবিন আহম্মেদ ওরফে পিয়াস, মো. রুবেল, শামীম আহম্মেদ ও মো. ইউসুফ ওরফে জীবন।
ফারুক ও রবিন সরাসরি হত্যায় অংশ নেন; তারাই গুলি করেন। ফারুক, রবিন, শামীম ও রুবেলকে গত মঙ্গলবার রাতে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। আর ঢাকার রায়েরবাজার থেকে গ্রেপ্তার করা হয় ইউসুফকে।
মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামিরা সংঘবদ্ধ সশস্ত্র অপরাধী চক্রের সক্রিয় সদস্য। পরস্পর সহযোগিতায় দীর্ঘদিন ধরে ‘টাকার বিনিময়ে’ ঢাকা মহানগরীসহ আশপাশের এলাকায় ‘হত্যা, ডাকাতি আর ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করে আরছে।
আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আরও তথ্য, অস্ত্রের সন্ধান ও সহযোগীদের ব্যাপারে তথ্য জানা ও তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে। মামলার সুষ্ঠু তদন্ত ন্যায়বিচারের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডের প্রয়োজন।



























