ঢাকা , মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
‘এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন মুক্তিযুদ্ধকে সব রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের ওপরে রাখতে হবে’ মিরপুরে অনিয়মের ভিডিও করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক, প্রকাশ্য মাদকসেবীর দাপটে অস্থির গণমাধ্যম মালয়েশিয়ায় ১০ দলের ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আইন সবার জন্য সমান, অপরাধীকে ছাড় দেওয়া হবে না: সিইসি একনেকে ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণসহ ২২ প্রকল্প অনুমোদন ফরিদগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন ব্যাচ-১৯ সামনের দিনগুলো ভালো নয়, সজাগ থাকুন: তারেক রহমান সাভারে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত জনপ্রিয়তার কারণেই হয়তো সরিয়ে দেওয়া হয়েছে হাদিকে : জামায়াত আমির দেশে ফিরে বাবার মাজার জিয়ারত করবেন তারেক রহমান

মালয়েশিয়ায় ১০ দলের ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া

মো: নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণদের সংগঠন বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)–এর সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ক্রীড়া আসর ইজ্জান গ্লোবাল ফুটসাল কাপ ২০২৫।

গতকাল ২১ ডিসেম্বর (রবিবার) কুয়ালালামপুরের সেটাপাক ইনডোর স্টেডিয়ামে ১০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, নেতৃত্ববোধ ও ক্রীড়া সংস্কৃতি বিকাশের লক্ষ্যেই এই আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (আই আই ইউ এম)। রানারআপ হয় মাহসা ইউনিভার্সিটি, এবং সেকেন্ড রানারআপ হওয়ার সম্মান অর্জন করে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি।

ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন আইআইইউএম-এর হামজা। পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন রাফি।

এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে স্বাগতিক সিটি ইউনিভার্সিটি মালয়েশিয়া ছাড়াও আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া, মাহসা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাইবারজায়া, ইউসিএমআই, আলফা ইউনিভার্সিটি কলেজ, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, লিংকন ইউনিভার্সিটি ও জিওমেটিকা ইউনিভার্সিটি।

বিয়ামের কেন্দ্রীয় প্রেসিডেন্ট বশির ইবনে জাফরের সভাপতিত্বে এবং কিফায়াতুল্লাহ বিন সাইফের সঞ্চালনায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন—
“বিয়ামের আয়োজনে আজ শুধু ফাইনাল ম্যাচটি দেখার সুযোগ হয়েছে এবং ম্যাচটি আমার খুব ভালো লেগেছে। আমি চাই বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া ভবিষ্যতেও এমন বড় পরিসরের আয়োজন করুক, সেখানে আমিও অংশ নিতে চাই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহবুব আলম শাহ, অবসরপ্রাপ্ত মেজর শামিম আল হাসান সারওয়ার, ইজ্জান গ্লোবাল ও টি এস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ, ইয়ুথ হাব ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা ও মহাসচিব পাভেল সারওয়ার, বিয়াম-এর উপদেষ্টা এমডি খাইরুজ্জামান এবং মারশাদ ফুড-এর ডিজিটাল মার্কেটিং নির্বাহী।

এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত টুর্নামেন্টের টুর্নামেন্ট ডিরেক্টর ও বিয়ামের সেক্রেটারি জেনারেল এমডি রফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট উসামা বিন আব্দুল বারী, সহকারী সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান মাহফুজ, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া বাংলাদেশি কমিউনিটির উপদেষ্টা আশিবুর হাসনাত সাদি, বিয়াম সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টারের সভাপতি মোহাইমিনুল ইসলাম রাতুল, ভাইস প্রেসিডেন্ট নিবিড় রাশেদ, সহ-পরিচালক তামিম, বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়ার প্রেসিডেন্ট আসাদুল্লাহ গালিব রাব্বি, প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

টুর্নামেন্ট ডিরেক্টর এমডি রফিকুল ইসলামের নেতৃত্ব ও সংগঠনিক দক্ষতা, পাশাপাশি বিয়ামের সকল চ্যাপ্টারের অক্লান্ত পরিশ্রম ও সম্মিলিত প্রচেষ্টাই এই আন্তর্জাতিক মানের আয়োজনের মূল চালিকাশক্তি ছিল।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৫৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
৫১৮ Time View

মালয়েশিয়ায় ১০ দলের ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া

আপডেটের সময় : ০৮:৫৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণদের সংগঠন বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)–এর সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ক্রীড়া আসর ইজ্জান গ্লোবাল ফুটসাল কাপ ২০২৫।

গতকাল ২১ ডিসেম্বর (রবিবার) কুয়ালালামপুরের সেটাপাক ইনডোর স্টেডিয়ামে ১০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, নেতৃত্ববোধ ও ক্রীড়া সংস্কৃতি বিকাশের লক্ষ্যেই এই আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (আই আই ইউ এম)। রানারআপ হয় মাহসা ইউনিভার্সিটি, এবং সেকেন্ড রানারআপ হওয়ার সম্মান অর্জন করে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি।

ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন আইআইইউএম-এর হামজা। পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন রাফি।

এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে স্বাগতিক সিটি ইউনিভার্সিটি মালয়েশিয়া ছাড়াও আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া, মাহসা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাইবারজায়া, ইউসিএমআই, আলফা ইউনিভার্সিটি কলেজ, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, লিংকন ইউনিভার্সিটি ও জিওমেটিকা ইউনিভার্সিটি।

বিয়ামের কেন্দ্রীয় প্রেসিডেন্ট বশির ইবনে জাফরের সভাপতিত্বে এবং কিফায়াতুল্লাহ বিন সাইফের সঞ্চালনায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন—
“বিয়ামের আয়োজনে আজ শুধু ফাইনাল ম্যাচটি দেখার সুযোগ হয়েছে এবং ম্যাচটি আমার খুব ভালো লেগেছে। আমি চাই বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া ভবিষ্যতেও এমন বড় পরিসরের আয়োজন করুক, সেখানে আমিও অংশ নিতে চাই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহবুব আলম শাহ, অবসরপ্রাপ্ত মেজর শামিম আল হাসান সারওয়ার, ইজ্জান গ্লোবাল ও টি এস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ, ইয়ুথ হাব ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা ও মহাসচিব পাভেল সারওয়ার, বিয়াম-এর উপদেষ্টা এমডি খাইরুজ্জামান এবং মারশাদ ফুড-এর ডিজিটাল মার্কেটিং নির্বাহী।

এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত টুর্নামেন্টের টুর্নামেন্ট ডিরেক্টর ও বিয়ামের সেক্রেটারি জেনারেল এমডি রফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট উসামা বিন আব্দুল বারী, সহকারী সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান মাহফুজ, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া বাংলাদেশি কমিউনিটির উপদেষ্টা আশিবুর হাসনাত সাদি, বিয়াম সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টারের সভাপতি মোহাইমিনুল ইসলাম রাতুল, ভাইস প্রেসিডেন্ট নিবিড় রাশেদ, সহ-পরিচালক তামিম, বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়ার প্রেসিডেন্ট আসাদুল্লাহ গালিব রাব্বি, প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

টুর্নামেন্ট ডিরেক্টর এমডি রফিকুল ইসলামের নেতৃত্ব ও সংগঠনিক দক্ষতা, পাশাপাশি বিয়ামের সকল চ্যাপ্টারের অক্লান্ত পরিশ্রম ও সম্মিলিত প্রচেষ্টাই এই আন্তর্জাতিক মানের আয়োজনের মূল চালিকাশক্তি ছিল।