Tuesday , 23 April 2024
শিরোনাম

মাহমুদ আব্বাস-হামাস প্রধানের বিরল বৈঠক

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং হামাস নেতা ইসমাইল হানিয়েহের মধ্যে একটি বৈঠক হয়েছে।গত পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো তারা দুইজন সরাসরি আলোচনা করেছেন।

আলজেরিয়ার স্বাধীনতা দিবস অনুষ্ঠানে অংশ নিতে এ দুই নেতা আলজেরিয়াতে যান। সেখানেই তাদের দেখা হয়।

আলজেরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ফিলিস্তিন সরকারের প্রতিনিধি এবং ইসলামিক দল হামাসের প্রতিনিধিরাও এই বৈঠকে অংশ নিয়েছিলেন। তারা বৈঠকটিকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেন।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী এবং হামাস প্রধান সর্বশেষ ২০১৬ সালে কাতারের দোহায় তারা সাক্ষাত করেছিলেন। এবার আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুলমাজিদের আমন্ত্রণে ফের নিজেদের মধ্যে আলোচনা করলেন তারা।

মাহমুদ আব্বাস হলেন ফিলিস্তিনের সেক্যুলার দল ফাতাহ পার্টির নেতা। মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ ইসরাইলের দখলকৃত ওয়েস্ট ব্যাংক শাসন করে।

২০০৭ সালে গাজার শাসনভার দখল করে হামাস। এরপর থেকেই হামাসের সঙ্গে খারাপ সম্পর্ক চলে আসছে মাহমুদ আব্বাসের ফাতেহ দলের।

হামাসের রয়েছে নিজস্ব মিলিশিয়া বাহিনী। যারা ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন সময় আক্রমণ চালিয়ে থাকে।

সূত্র: দ্য নিউ আরব

Check Also

ময়মনসিংহে জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন মোঃ আনোয়ার হোসেন

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ আনোয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x