মো .আহসানুল ইসলাম আমিন,স্টাফ রিপোর্টার : আগামী ডিসেম্বরে পাইলিং ও দেয়াল নিমার্ণ কাজ সম্পুর্ন হবে। এখানে প্রত্যক্ষভাবে ৮০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। শনিবার (২১মে) বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শণে এসে একথা বলেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি আরো বলেন, এটা প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে নিয়েছি। বিভিন্ন কারণে কিছুটা থেমে থাকলেও এখন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এটা সম্পূর্ণ হলে মুন্সিগঞ্জের মানুষের বিশাল কর্মযজ্ঞ সৃষ্টি হবে। একে ঘিরে রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থা উন্নতি হবে।
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালি, কামাড়কান্দা ও চিত্রকোট মৌজার ৩০৮.৩৩ একর জমিতে বিসিক কেমিক্যাল শিল্পপার্ক স্থাপন প্রকল্প অনুমোদন পায় একনেক এর ব্যয় ধরা হয়ছিলো ১ হাজার ৩ কোটি টাকা এবং ২০২১ সালে জমি ভরাটর কাজ শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠানটি। বিসিক কেমিক্যাল শিল্পনগরী আগামী সেপ্টম্বরের মধ্যে বালু ভরাটর কাজ শেষ হলে পরবর্তী তিনমাস ডিসেম্বরের মধ্যে পাইলিং ও দেয়াল নিমার্ণ কাজ শেষ করতে হবে বলেও মন্ত্রী জানান।
এ সময় সাথে ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, বিসিক চেয়ারম্যান মুহম্মদ মাহবুবুর রহমান, আঞ্চলিক পরিচালক আব্দুল মতিন, অতিরিক্ত সচিব নূরুল আলম, যুগ্ম সচিব আনোয়ারুল আলম, উপসচিব হারুন অর রশিদ, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, প্রকল্প পরিচালক মুহাম্মদ হাফিজুর রহমান, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শরীফুল আলম তানভীর, সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, সহকারি পুলিশ সুপার রাসেদুল ইসলাম প্রমুখ।
উল্লখ্য, ২০১৯ সালর ৩০ এপ্রিল মুন্সিগঞ্জের সিরাজদিখানের চিত্রকোট ইউনিয়নে ৩০৮ একর জমিতে বিসিক কেমিক্যাল শিল্প পার্ক তৈরির প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। যার নাম দেওয়া হয় মুন্সিগঞ্জ বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংশোধিত প্রকল্প। প্রক্রিয়া শুরুর পরে কেটে গেছে ১৮ মাস।
এছাড়া পাশেই ১০০ একর জায়গায় মুদ্রণ শিল্প পার্ক তৈরীর প্রক্রিয়া সম্পুর্ন এবং একই উপজেলার বড়বর্তা গ্রামে ৫০ একর ভূমি প্লাস্টিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরীর জন্য অধিগ্রহণ প্রক্রিয়াধীন।