Saturday , 20 April 2024
শিরোনাম

মোমেন্টাম চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল

গত বেশ কিছু দিন দলের পরফরমেন্স হতাশাজনক হলেও দক্ষিণ আফ্রিকায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
তিনি বলেন শুরুতেই মোমেন্টামটা পেলে বিশ^কাপে সামনে এগানোটা সহজ হবে।
নিগার বলেন, ‘মোমেন্টাম পেতে হলে প্রথম ম্যাচ থেকেই আমাদের ভালো করতে হবে। আমাদের বিশ্বাস আছে, মোমেন্টাম পেলে আমরা সেটি এগিয়ে নিতে পারবো। আমি মনে করি গ্রুপ পর্বে দুই বা তিনটি ম্যাচে জয় সম্ভব। আমাদের শুধু দরকার মোমেন্টাম।’
তিনি বলেন,‘এ বছর আমাদের দলটি খুবই ভারসাম্যপূর্ণ। অনেক তরুণ প্রতিভাবাানের সাথে অভিজ্ঞ ক্রিকেটারও আছেন। আমরা এই দলের কাছে সেরাটা আশা করতে পারি।’
বিশ্বকাপের আগে ক্যাম্প এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দু’টি অনুশীলন ম্যাচের জন্য আজ দেশ ছাড়ছে বাংলাদেশ।
বিশ^কাপের প্রস্তুতি হিসেবে ৬ ফেব্রুয়ারি কেপটাউনে পাকিস্তানের বিপক্ষে এবং ৮ ফেব্রুয়ারি স্টেলেনবোশে ভারতের বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১২ ফেব্রুয়ারি শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
নিগার বলেন, ‘আমাদের দেশের মানুষকে অনুরোধ করছি তারা যেন আমাদের পাশে থাকেন। তাহলে আমরা ভালো খেলতে পারব এবং দেশের জন্য খ্যাতি বইয়ে আনতে পারব।’
দু’টি গ্রুপে বিভক্ত হয়ে মোট ১০টি দল এবারের আসরে অংশ নিবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা।
বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আকতার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামিমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, স্বর্না আকতার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস ও শোভানা মোস্তারি।
স্ট্যান্ডবাই: রাবেয়া, সানজিদা আখতার মেঘলা, ফারজানা হক পিংকি ও শারমিন আকতার সুপ্তা।

Check Also

ওমরাহ থেকে ফেরার সময় নির্ধারণ করে দিল সৌদি আরব

হজ শুরুর আগে যারা ওমরাহ পালন করতে গিয়েছেন তাদের ফিরে যাওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x