যুদ্ধাপরাধীদের বাড়ি পরিত্যক্ত হিসেবে সংযুক্ত করার বিধান রেখে ‘পরিত্যক্ত সম্পত্তির বাড়ি (সম্পূরক বিধানাবলি) আইন-২০২২’ এর খসড়া চূড়ান্ত করেছে মন্ত্রিসভা।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আদালত চাইলে যুদ্ধাপরাধীদের বাসভবন পরিত্যক্ত হিসেবে সংযুক্ত করার রায় দিতে পারেন।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, সরকার চাইলে সেই জমি ব্যবহার করতে পারবে কিংবা মুক্তিযোদ্ধাদের দিয়ে দিতে পারবে।
তিনি বলেন, এই আইন অনুযায়ী ৩ ডিসিমাল জমির ওপর নির্মিত বাড়ি মুক্তিযোদ্ধাদের দিতে পারবে সরকার। ৩ ডিসিমালের বেশি জমির ওপর অবস্থিত বাসভবন সরকারি কাজে ব্যবহার করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মানবতাবিরোধী অপরাধের বিচার হয়। এই আইনের সঙ্গে সম্পর্কিত করায় এটি যুদ্ধাপরাধী এবং মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের মধ্যে বিভ্রান্তি তৈরি করবে কি-না জানতে চাইলে আনোয়ারুল ইসলাম বলেন, ‘এটি দৃষ্টি এড়িয়ে গেছে। আমরা বিষয়টি দেখবো।’