রংপুর ব্যুরোঃ “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এই প্রতিবাদ্যকে সামনে রেখে ভুমি সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে রংপুর বিভাগীয় প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে জেলা প্রশাসকের হলরুমে রংপুর বিভাগীয় প্রশাসনের আয়োজনে এ বিভাগীয় প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( রাজস্ব) ইব্রাহিম খান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, স্থানীয় সরকার বিভাগীয় পরিচালক ফজলুল কবির, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনসহ প্রিট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইব্রাহিম খান বলেন, সপ্তাহ ব্যাপী ভুমি সেবা সপ্তাহের সেবার মান বৃদ্ধিতে বিভাগের ৮ জেলা ও এর উপজেলা ও ইউনিয়নে সেবা বুথ স্থাপন করা হয়েছে। এছাড়াও ভুমি অফিসে না এসেও ওয়েব সাইডের মাধ্যমে যে কেউ সকল সেবা গ্রহণ করতে পারবেন। এর ব্যাপক প্রচারণার দরকার বলে মনে করেন তিনি। এসময় ভুমি সংক্রান্ত সরকারের ২০২৬ সালের ভুমি ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি।