রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে IELTS সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৯ আগসট, ২০২২ রোজ শুক্রবার বিকেল তিন ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই IELTS সেন্টারের উদ্বোধন করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী। ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর নূর উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে প্রধান উদ্যোক্তা প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি ছিলেন আমলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক প্রধান প্রফেসর ইকবাল হোসেন ও বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুর রহমান এবং বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য প্রফেসর মোহাম্মদ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইসমত আরা খাতুন। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদ, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অজয় কুমার মৈত্র ও কবুয়াত আলী বিশ্বাস, কুষ্টিয়া সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত কুমার মল্লিক এবং ইংরেজি বিভাগের সহযোগী সহযোগী অধ্যাপক রেহবার দারাজ, কুষ্টিয়া সেন্ট্রাল কলেজের সহকারী অধ্যাপক জনাব আসমাউল হুসনা প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে পরীক্ষামূলকভাবে প্রথম সেশন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসএম হাসিবুর রশিদ তামিম, রোভার স্কাউট এর সম্পাদক এম এ গাফফার মিঠু, ইংরেজি বিভাগের প্রভাষক ও প্রোগ্রাম সমন্বয়কারী জনাব মোঃ রিপন আলী ও প্রভাষক জনাব মোঃ সাব্বির সুমন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রভাষক মো. নুরুল ইসলাম, পবিত্র গীতা থেকে পাঠ করেন আইন বিভাগের প্রভাষক নিলয় দাস নয়ন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক মো. আব্দুল জলিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ছাড়াও কুষ্টিয়া চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।