রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২০১৯/০২ সেমিস্টারের বিদায় ও ২০২৩/০২ সেমিস্টারের শিক্ষার্থীদের বরণ উপলক্ষ্যে
বিশ্ববিদ্যালয়ের মূল মঞ্চে বেলা ১১ টায় কৃষি বিভাগের প্রধান প্রফেসর মো. জাহিদুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উপদেষ্টা প্রফরসর ড. আ.ন.ম রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের মানিবক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আলী, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর নূর উদদীন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোছা. ইসমত আরা খাতুন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর এস. এম. হাসিবুর রশিদ তামিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি বিভাগের প্রভাষক জনাব ইফফাত জাহান হীরা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষি বিভাগের প্রভাষক মোছা. মরিয়ম বেগম, উম্মে হানি, মো. হাসিবুল হাসান ও মো. হাবিবুর রহমান জুয়েল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের শিক্ষার্থী নিহা মোস্তারী বৃষ্টি ও মোছা. মিম।