নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সীদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ। শুক্রবার (২৭ মে) সকাল ১০টায় প্রতিষ্ঠানটির ক্যাম্পাস চত্বরে অনুষ্ঠিতব্ এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলার হতে আগত বিভিন্ন স্কুলের প্রায় তিনশত প্রতিযোগী অংশ গ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে সবার হাতে সনদ তুলে দেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. শাহজাহান আলী ও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস- চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম, প্রখ্যত শিল্পী তরুন ঘোষ, রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষেদর ডিন প্রফেসর ড. মো. শহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোছা. ইসমত আরা খাতুন, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর নূর উদ্দীন।
দিনব্যাপী এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন, সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য কারশেদ আলম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব খলিলুর রহমান মজু প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগীরা আগামীতে নিজেদেরকে আরও যোগ্য করে গড়ে তুলতে পারবে। তাই এমন অনুষ্ঠান অব্যাহত রাখতে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহবান জানান তাঁরা। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিশ্ববিদ্যালয়কে একটি সাংস্কৃতিক হাব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। পু্রো অনুষ্ঠানটি পরিচালনা করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক প্রদীপ সাহা ও বাংলা বিভাগের প্রভাষক জনাব আব্দুল গাফফার। লেখ আগামীকাল ২৮ মে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে