লোকমান আনছারী রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান উপজেলায় বাগোয়ান ইউনিয়নে পাঁচখাইন গ্রামের শিক্ষার্থী ও পথচারীসহ ৩নারীকে ইভটিজিং করার অপরাধে আবু হানিফ চৌধুরী (৪৩) নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।গত মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশ দর্শী চাকমা এ দণ্ডাদেশ দেন।আবু হানিফ পাঁচখাইন গ্রামের চৌধুরী বাড়ির সিদ্দিক চৌধুরীর পুত্র।জানা যায়,পাঁচখাইন গ্রামের বটতল নামক স্থানে শিশু শিক্ষার্থীসহ ৩নারীকে উত্ত্যক্ত করে হানিফ চৌধুরী।তাৎক্ষনিক ইউপি চেয়ারম্যান ভূপেশ বড়ুয়াকে জানায় এলাকার লোকজন।ইউপি চেয়ারম্যানসহ এলাকার লোকজন ইভটিজিংকারী হানিফকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশ দর্শী চাকমার কাছে সোপর্দ করলে অপরাধের দায় স্বীকার করায় ইভটিজিংকারী আবু হানিফকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।