লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজান উপজেলায় ১৪টি ইউনিয়ন ও পৌরসভার স্কুল,কলেজ, মাদ্রাসার ভবনের ছাদের উপর ফলজ গাছের বাগান গড়ে তোলা হবে।রাউজান উপজেলার প্রতিটি সড়কের পাশে,শিক্ষা, সামাজিক শিক্ষা প্রতিষ্টান, সরকারী বেসরকারী অফিসের আঙ্গিনায় ফলজ, বনজ, ঔষধী গাছের চারা রোপন করার পর রাউজানের প্রতিটি এলাকা সবুজের সামারোহ পরিণত হয়েছে । চট্টগ্রাম রাঙ্গামাটি মহা সড়কের দু পাশে ফলজ গাছের চারা, সড়কের মধ্যবর্তী আইল্যান্ডে খেজুর গাছের চারা রোপন করা হচ্ছে ।৭ আগষ্ট রবিবার সকালে রাউজানের গহিরা এ,জে ওয়াই উচ্চ বিদ্যালয় ভবনের ছাদে ফলজ গাছের বাগানের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি একথা বলেন। রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চৌধুরী মনিরুজ্জমান বলেন, রাউজানের গহিরা এ, জে ওয়াই উচ্চ বিদ্যালয় ভবনের ছাদে ফলজ গাছের বাগান গড়ে তেলা হয়েছে । রাউজানের স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদে ফলজ গাছের বাগান গড়ে তোলার ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে । গহিরা এ, জে ওয়াই উচ্চ বিদ্যালয় ভবনের ছাদে ফলজ গাছের বাগানের উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, গহিরা এ, জে, ওয়াই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ দিপক সরকার, স্কুল পরিচালনা কমিটির সদস্য রাউজান পৌরসভার কাউন্সিলর কাজী ইকবাল, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান,রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী,আওয়ামী লীগ নেতা মুছা আলম খান চৌধুরী,যুবলীগ নেতা কাজী রাশেদ, স্কুলের প্রধান শিক্ষক হাবিবুল হক প্রমুখ।