Friday , 29 March 2024
শিরোনাম

রাউজানে কুঁড়েঘরের স্মারক গ্রন্থের প্রকাশনা ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজান উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন কুঁড়েঘর বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রয়াস নামের স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান হয়েছে।১০ জুন শুক্রবার বিকেলে নোয়াপাড়া পথেরহাটের একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। শুরুতে অতিথিবৃন্দ প্রয়াস নামের একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এরপর সংগঠনের সমন্বয়ক কাজী কায়েছ উদ্দিনের সভাপতিত্বে আবার মাহতাব এবং আনিসুল মোস্তাফার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হিজরী নববর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহ। প্রধান আলোচক ছিলেন লেখক অধ্যাপক মাসুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ মুজিবুর রহমান, রাউজান সাহিত্য পরিষদের সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন ইমন, প্রথম আলোর রাউজান প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন, মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড চট্টগ্রাম উত্তরজেলা শাখার সভাপতি এস এম সানা উল্লাহ, মুহাম্মদ আবদুছ ছাত্তার। বক্তব্য দেন আবদুর রৌফ আরিফ, আজিজুর রহমান, রাসেল উদ্দিন মিরাজ, রাহুল দে, নাছরিন আকতার জুলি, সালমা আকতার, উর্মিতা খানম, তাছনিয়া আকতার রনি, জান্নাতুল মাওয়া, মিনহাজুুর রহমান প্রমূখ। এতে বক্তারা বলেন, বতর্মান তরুণ প্রজন্ম নানাভাবে পথভ্রষ্ট হচ্ছে। কুঁড়েঘরের সদস্যরা তরুণদের আলোর পথে আনতে প্রশংসনীয় কাজ করছে। তাঁরা পাঠশালা, রক্তদান, শিক্ষা সহায়তা, পথশিশুদের উন্নয়নের জনকল্যাণ মুলক কাজ করে চলেছেন দেশের অগ্রগতিতে অবদান রাখছে।

Check Also

যত জঙ্গি ধরেছি, তাদের কেউ মাদ্রাসার ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবিরোধী অভিযানে যত জঙ্গি ধরেছি, তার মধ্যে কেউই মাদ্রাসার ছাত্র নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x