লোকমান আনছারী রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান উপজেলায় পৌর এলাকায় খোলা বাজারে প্রতি কেজি ৩০ টাকা মুল্যে চাউল ও রাউজানের ১৪টি ইউনিয়নে প্রতি কেজি ১৫ টাকা করে দরিদ্র কার্ডধারী পরিবারদের মধ্যে চাউল বিক্রয় কার্যক্রম শুরু করছে। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ড, ৫ নং ওয়ার্ড, ৬নং ওয়ার্ড, ৪নং ওয়ার্ডের মধ্যে প্রতিকেজি ৩০ টাকা মুল্যে দরিদ্র কার্ডধারী পরিবারের সদস্যদের মধ্যে চাউল বিতরন করা হয় । প্রতি কেজি ৩০ টাকা মুল্যে চাউল বিক্রয় কর্মসুচির উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার। কর্মসুচির উদ্বোধনী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চৌধুরী মনিরুজ্জমান, রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, ব্যবসায়ী স্বপন দাশ গুপ্ত ।১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে রাউজানের নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যলয়ে প্রতি কেজি ১৫ টাকা করে চাউল বিক্রয় কর্মসুচির উদ্বোধন করেন রাউজান উপজেলা নিবূাহী অফিসার আবদুস সামাদ শিকদার। এসময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, চেয়ারম্যান বাবুল মিয়া সহ ইউপি মেম্বার গন উপস্থিত ছিলেন।