লোকমান আনছারী, রাউজান প্রতিনিধি
রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন,দেশের প্রচীণতম ছাত্র সংগঠনের নাম ছাত্রলীগ। দেশের ক্রান্তিকালে ও আন্দোলন সংগ্রামে অগ্রভাগে ছিল ছাত্রলীগ।বঙ্গবন্ধু মেধা মনন ছাত্রদের নিয়ে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিল। সুতারাং মেধাবী ছাত্রদের ঠিকানা হতে হবে ছাত্রলীগে। চাঁদাবাজ, টেন্ডারবাজ ও সন্ত্রাসীদের স্থান নেই ছাত্রলীগে। রাউজান ছাত্রলীগ আওয়ামীলীগের ভ্যানগার্ড হিসাবে কাজ করতে হবে। বিএনপি’র নৈরাজ্য সৃষ্টিকারীদের মোকাবিলা করতে ছাত্রলীগকে মাঠে থাকা প্রস্তুতি নিতে হবে। আগামী নির্বাচনে জনগনের ভোটে আওয়ামীলীগ সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। উন্নয়নের দেশ, সমৃদ্ধির দেশ ও মানবতার দেশের অগ্রযাত্রা সম্মূন্নত রাখতে হবে। তিনি গতকাল ১৪ জানুয়ারি শনিবার ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী, সংবর্ধনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাউজান পৌরসভা ছাত্রলীগ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি জেলা ছাত্রলীগের সহ সভাপতি অনুপ চক্রবর্তী। সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বক্তব্য রাখেন রাউজান উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির তালুকদার, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহামুদ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে অর্ধশত সাবেক অর্ধশত নেতাকে উত্তরিয় পরিয়ে সংবর্ধিত করা হয়। একই মঞ্চে তিন শতাধিক দলীয় নেতাকর্মীদের মাঝে কম্বল বিতরণ ও ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথিসহ ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে প্রধান অতিথি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি জাতীয় পতকা ও দলীয় পতকা উত্তোলন করেন। বেলুন ও পায়রা উড়িয়ে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন তিনি।