লোকমান আনছারী রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান উপজেলায় বজ্রপাতে গ্যাস সংযোগের রাইজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।১৮ জুন শনিবার দুপুর ১টার দিকে উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ নুরুল আজিম জুয়েলের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়,শনিবার দুপুর ১টার দিকে উপজেলার রাউজান এলাকার ইউপি সদস্যের বাড়িতে লাইনের গ্যাসের রাইজারে বজ্রপাতের পড়ে আগুন ধরে যায়। গ্যাসের রাইজারে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চারদিক ছোটাছুটি করে পানি ও বালু দিয়ে আগুন নেভাতে চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ও গ্যাসের লোকজন ঘটনাস্থলে আসার আগে স্থানীয় লোকজনের সহযোগিতায়
আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার ব্যাপারে স্থানীয় ইউপি সদস্যের কাছ থেকে জানতে চাইলে তিনি জানান। ভারী বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে গ্যাস রাইজারে আগুন লাগলে আমি
ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ও গ্যাসের লোকজন ঘটনাস্থলে আসার আগে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।এই অগ্নিকান্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।