মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাশেদকে (৩৫) গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। তাকে ধরার সময় মো. মুস্তফা নামের এক পুলিশ কনস্টেবলের উপরও হামলা চালানোর চেষ্টা করে রাশেদ ও তার সহযোগীরা।
শুক্রবার (২২ জুলাই) বিকাল ৪ টার সময় উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট বাজার থেকে ২০৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী।
গ্রেফতারকৃত আসামী উপজেলার পোমরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড রোশাইপাড়া এলাকার মো.হাফিজুর রহমানের সন্তান।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী বলেন, রাশেদ ও তার সহযোগীরা এলাকার বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে কিশোর অপরাধ সংঘটিত ও চাঁদাবাজি করে আসছে বহুদিন ধরে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রাশেদ ইয়াবা নিয়ে শান্তিরহাট অবস্থান করছে। এরই প্রেক্ষিতে পুলিশ গিয়ে ২০৫ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।