মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি। রাঙ্গুনিয়া উপজেলা শিকল ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রোববার(২৫সেপ্টেম্বর) বিকালে শিলক জাহান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। শিলক ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণর সম্পাদক নুরুল ইসলাম মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও শিলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নজরুল ইসলাম তালুকদার। প্রধান বক্তা ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিলক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান বাদশা, শহিদুল্লাহ চৌধুরী আয়ুব খান, উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, শিলক আ.লীগের সভাপতি হাশেম মাস্টার বিএসসি, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তালুকদার, সহ-সভাপতি মফজল আহমদ চৌধুরী, উপজেলা তাঁতীলীগের আহবায়ক মোরশেদ তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এসকান্দর মিয়া, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম আজাদ, সহ উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য জামাল উদ্দিন, শিলক ইউনিয়ন যুবলীগের সভাপতি মুহাম্মদ পারভেজ, সাধারণ সম্পাদক পারভেজ তালুকদার, সম্মেলন সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামশেদ আলী মুন্না। সম্মেলনে হাজী মো.আলী সিকদার-সহ সভাপতি পদে ২জন ও সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সম্মেলনের শুরুতে সভাপতি প্রার্থী হজী মো. আলী সিকদার সহ অন্যান্য প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে মিছিলসহকারে সম্মেলনে যোগদানের পর কানায়কানায় পূর্ণ হয় সম্মেলস্থল।