রাজশাহী প্রতিনিধি :-১৮ সেপ্টেম্বর সকাল ১০টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে এক নারীর মৃত্যু হয়েছে।
ঐ নারী করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।ওই নারী ঝিনাইদহ জেলার বাসিন্দা। তিনি ৪৭ বছর বয়সী ছিলেন।
রামেক হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে এক জনের প্রাণহানি ঘটেছে। তিনি হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন।
২১ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২ টা পর্যন্ত, ২৪ শয্যাবিশিষ্ট এই ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছেন ১১ জন। যেখানে গতকালও ১১ জন রোগীই চিকিৎসাধীন ছিলেন।
এদের মধ্যে করোনা সংক্রমিত হয়ে ভর্তি রয়েছেন ৬ জন। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতার কারণে চিকিৎসাধীন রয়েছেন ৩ জন ও করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ২ জন রোগী। গত একদিনে কোনো রোগীর সুস্থ হয়ে বাসায় ফেরার তথ্য মেলেনি।
এদিকে সোমবার ১৯ সেপ্টেম্বর রামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ২২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। যাদের মধ্যে ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ জেলায় করোনা শনাক্তের হার ৩১ দশমিক ৮২ শতাংশে।