চাইথোয়াইমং মারমা রাঙামাটি জেলা প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ২নং গাইন্দ্যা ইউনিয়নের অর্ন্তগত গোল পাহাড় বালুমুড়া মারমা পাড়া সড়ক হতে বান্দরবান শেষ সীমান্ত প্রায় ৭ কিমিঃ পর্যন্ত সড়ক নির্মাণে ভি ত্তি স্থাপনে প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি। ২৩ তারিখ সকাল ১১ টায় সড়ক নির্মাণে ও উদ্ধােধনে এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদে সদস্য অংসুইছাইন চৌধুরী সদস্য নিউচিং মারমা উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস অংনুচিং মারমা ১নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা ২নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিমং মারমা ৩নং ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, আওয়ামীলীগ নেতা পুলক বড়ুয়া অংছাইনু মারমা প্রবীন নেতা উথোয়াইমি মারমা এবং ওর্য়াড ইউনিয়ন রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ বিভিন্ন পেশাজীবি সহ কারবারী মেম্বার ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সড়ক নির্মাণের বাস্তবায়ন ও সাবিক সহযোগিতায় পার্বত্য চট্রগ্রাম মন্ত্রনালয় ও রাঙামাটি জেলা পরিষদ। প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি বলেন,পার্বত্য চট্রগ্রামের সকল সম্প্রদায়ের শান্তি তে বাস করতে চাই। পাহাড়ের রাস্তা ঘাট বিভিন্ন প্রতিষ্ঠান বর্তমান সরকার উন্নয়নের এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং উন্নয়নের চলমান অব্যহত রয়েছে। এসড়ক নির্মাণের পাহাড়ের জনগোষ্ঠীর সম্পদায়রা দূগম এলাকার যারা বসবাসরত লোক যাতায়াতের সুবির্ধাথে বিভিন্ন কাঁচা পণ্য আনা নেয়া বাজারে বিক্রি করতে সহজ হবে এবং ন্যায্য দামে পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করতে পারবে। কারণ দূর্গম যারা বসবাস করছে যোগাযোগ সড়ক পথে ব্যবস্থা তেমন না থাকায় এরা বাজারে কয়েক ঘন্টা পায়ে হেঁটে উঁচু পাহাড় উঠে এসে আসতে লাগে প্রতিনিয়ত নিত্য প্রয়োজনে। প্রধানমন্ত্রী শেখহাসিনা স্লোগান ৪১ সালে ল ক্ষ্য উদ্বেশ্য স্বপ্ন যে মধ্যম আয়ের দেশ ডিজিটাল উন্নয়নের দেশ রুপ বাস্তবয়ন নিয়ে সারা বিশ্বের মাথা উচু দাড়াতে পারি। সারাসমগ্র তাল মিলিয়ে পার্বত্য চট্টগ্রামের যথেষ্ট উন্নয়ন হয়েছে, যা আপনারা প্রতিনিয়ত দেখছেন। অন্য দিকে পাহাড়ে কিছু উগ্র পন্থী গোষ্ঠি কিছু বর্তমান সরকারে উ ন্ন য়ন বাঁধা বিপত্তি করতে চাই। এদের বিরুদ্ধে সকলে রুুখে দাাঁড়িয়ে প্রতিহত প্রতিরোধে এগিিয়ে আসুুুন। পাহাড়ে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিতে বসবাস করতে চাই।চাাঁদা বাজি খুন গুম খুন অপহরণ বন্ধ করতে হবে, যে হোকনা কেন সন্ত্রাসী বিরুদ্ধে রুখে দাড়ান, চিহ্নিত করে আইনের সোপর্দ করার জন্য অনুরোধ করছি। পাহাড়েের সন্ত্রাসীরা কারো ভাই বোন হতে পারেনা, এদের প্রেম ভালোবাসা মায়া মমতা বোধ বলতে কিছুই নেই। শেষান্তে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাাংলাদে মেহনতি মানুষ চিরজীবি হোক।