রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বিভিন্ন হাটবাজারে অবাধে ব্যবহৃত হচ্ছে নিষিদ্ধ পলিথিন ব্যাগ। পলিথিন ব্যাগ নিষিদ্ধ হওয়ার সরকারি নির্দেশনা থাকলেও তা বাস্তবে কার্যকর হচ্ছে না।
সোমবার (২৩ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন হাটবাজারে সরেজমিনে দেখা গেছে, সবখানে পলিথিন ব্যাগ দেদারসে বিক্রি হচ্ছে। কোথাও চট বা কাগজের ব্যাগের ব্যবহার দেখা যায়নি। পৌর শহরের শিবদিঘি কাঁচা বাজার, হাটখোলা বাজার, নেকমরদ হাট, মহারাজা বাজার, চেকপোস্ট, কাতিহার হাট, রাউতনগর, বিরাশি বাজার, গোগর হাট, কোচলক্যাম্প বাজারগুলোতে দেখা গেছে, বিক্রেতারা পলিথিন ব্যাগে বিভিন্ন পণ্যদ্রব্যাদি বিক্রি করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিক্রেতারা বলেন,‘অনেক আগে পলিথিন ব্যবহার না করার জন্য ফেসবুকে দেখেছি। কিন্তু কি করবো, বিকল্প তো কিছুই নাই, তাই বাধ্য হয়ে পলিথিন ব্যবহার করতে হচ্ছে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পলিথিনের ব্যবহার রোধে বাজার গুলোতে একবার অভিযান চালিয়েছি। আবারও অভিযান চালানো হবে।
আনোয়ারুল ইসলাম। ০১৭১৬৮৯৩৭৯৯