আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার ১১ জুলাই সকাল ১১টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন আক্তার, সহকারী কমিশনার(ভূমি) আর্নিকা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্মআহবায়ক আবু তাহের, ইউএইচএফপিও ডাঃ আব্দুস সামাদ চৌধুরী,পৌর কাউন্সিলর ইসাহাক আলী, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আবুল কাসেম ও জিতেন্দ্র নাথ বর্মণ।
এ ছাড়াও সভায় বিভিন্ন কর্মকর্তা, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। তাদের বক্তব্যের প্রেক্ষিতে ওসি তার বক্তব্যে বলেন, বিশেষত পৌর এলাকাসহ উপজেলায় চুরি ও মাদক বেচাকেনা ও সেবন বিষয়ে পুলিশের জোর তৎপরতা অব্যাহত আছে।
ইতোমধ্যে ব্যবসায়ী আলমগীর হোসেন ( আলম বেটারি) এর ২০ লক্ষ টাকা চুরির মামলায় পুলিশের তদন্ত চলছে এবং এ বিষয়ে অগ্রগতি হয়েছে মর্মেও ওসি বলেন। উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে আবারও মাদক,চুরির বিরুদ্ধে ও যানযট নিরসনে তার দৃঢ় অবস্থানের কথা বলেন। এইসাথে তিনি আগামি একমাসের মধ্যে রাণীশংকৈল হাসপাতালের বিরাজমান সমস্যা সমাধানের জোর পদক্ষেপ নেয়া হবে বলেও উল্লেখ করেন।