রাণীশংকৈলে কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।
আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন (কেজি) সোসাইটির ১ম-৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৫ বুধবার ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।
এদিন সকাল ১১টা থেকে ১-০০টা পর্যন্ত বাংলা ও ইংরেজি বিষয়ের পরীক্ষা রাণীশংকৈল ডিগ্রি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রে বিভিন্ন কেজি স্কুলের মোট ২৯০ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষা চলাকালে কেন্দ্রে কেন্দ্র সভাপতি মৌলানা রমিজউদ্দিন, কেন্দ্র সচিব মো: আজহারুল ইসলাম, আল হিকমা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান মো: মিজানুর রহমান, দি সান রাইজ কেজি স্কুলের অধ্যক্ষ মোস্তফা কামাল, জামায়াতে ইসলামীর নেতা রফিকুল ইসলাম ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে একইদিনে উপজেলার নেকমরদ সরকারি কলেজ কেন্দ্রে ৬০০ জন, নেকমরদ সরকারি আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬০০ জন কেজিস্কুল পরীক্ষার্থী অংশ নেন। ৩টি কেন্দ্রে ২৬ স্কুলের মোট ১৪৯০ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। আগামিকাল ২য় দিন বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর যথারীতি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে মর্মে কেন্দ্র সচিব জানান।























