আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষকের মাঝে ২০২৩-২৪ অর্থ বছরের চলতি মৌসুম বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার,৩০ অক্টোবর সকালে কৃষি অফিস চত্বরে ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হক, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, জাতীয় পার্টির আহব্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহব্বায়ক আবু তাহের, বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, উপকারভোগী কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এ উপজেলায় ৬ হাজার ৮ শত ৭০ জন কৃষকের মাঝে সরিষা ৪ হাজার ৫শত, গম ১ হাজার ৫০, ভুট্টা ১১ শত ৫০,শীত কালীন পিঁয়াজ ৮০ জন,মুগডাল ৭০ জন,ও চিনা বাদাম ২০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়। এইসাথে তাদের মাঝে রাসায়নিক সার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।