রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ সম্পাদক মতিউর রহমান মতিকে
বুধবার ১৬ এপ্রিল ভোররাতে আটক করেছে পুলিশ। ওই ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজ আলী মাস্টারের দায়ের করা ছিনতাইয়ের মামলায় চেয়ারম্যানকে আটক করা হয়। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
মামলাসূত্রে জানা যায়, বাদি মমতাজ আলী বুধবার রাতে মোটরসাইকেলযোগে রাণীশংকৈল বাজারে যাবার পথে বারঘরিয়া বাজারের কাছে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা তাকে
ভয়ভীতি দেখিয়ে তাকে মারধর করে এবং তার কাছ থেকে ১(এক) লাখ টাকা ও তার মোটরসাইকেলটি ছিনতাই করে নেয়। খবর
পেয়ে পুলিশ ভোরেই ইউপি চেয়ারম্যান মতিউরকে আটক ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মতি চেয়ারম্যানের আটকের খবরে সকালেই তার কয়েক শ’ সমর্থক থানার সামনে রাস্তায় বিক্ষোভ করে অবস্থান নেয়। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান ঘটনাস্থলে এসে পুলিশের সহযোগিতায় সমর্থকদের ছত্রভঙ্গ করে দেন। এসময় ইউএনও বলেন, রাস্তায় এ ধরণের সমাবেশ বেআইনি তাই কম বল প্রয়োগ করে
তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিক্ষোভকালে পুলিশ সেন্টু(৪০) মুক্তারুল(৩৫),
দেলোয়ার (৩২) ও শিমুল(৩৮) এ ৪ জন সমর্থককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। ওসি আরশেদুল হক আরো জানান, আসামিকে
এরমধ্যেই আদালতে সোপর্দ করা হয়েছে, ছিনতাই করা টাকা এখনো উদ্ধার হয়নি।
আনোয়ারুল ইসলাম। ০১৭১৬৮৯৩৭৯