আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল (প্রতিনিধি)ঠাকুরগাঁও।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ৩১ জুলাই জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এদিন সকাল সাড়ে ১০টায় মৎস অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র ্যালি বের করা হয়।
পরে উপজেলা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আহমেদ হোসেন বিপ্লব। এ সময় ইউএনও রকিবুল হাসান, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী , মৎস কর্মকর্তা
আব্দুল জলিলসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মকর্তা, মৎস্য চাষি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা হলরুমে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা ও পুরষ্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন- মৎস্য কর্মকর্তা(ভা:প্রা:)আব্দল জলিল।
আরো বক্তব্য দেন-সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, মৎস্য চাষি আনোয়ারুল ইসলাম, এ,জেড সুলতান, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যক্ষ হাসান আলী নবাব, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।বক্তারা তাদের বক্তব্যে উপজেলায় মাছ চাষে সাফল্যের পাশাপাশি কিছু সমস্যার কথা তুলে ধরেন। তারা বিশেষ করে পুকুরে লিটার ( মুরগির বিষ্ঠা) ব্যবহারের ক্ষতিকর দিক নিয়ে কথা বলেন। ইউএনও তার বক্তব্যে পুকুরে লিটার ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন।
উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে মাছ চাষে সরকারের পৃষ্ঠপোষকতা ও সাফল্যের কথা বলেন। তবে তিনি পুকুরে লিটার লিটার ব্যবহার না করার জন্য মাছ চাষিদের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাৎক্ষণিকভাবে হাত তুলে লিটার ব্যবহার না করার জন্য তাদের সম্মতি আদায় করেন।