রাণীশংকৈলে জাল টাকাসহ আটক- ১, কারাগারে প্রেরণ।
আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৪ হাজার টাকার জালনোটসহ সোহেল রানা(৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। পরে তারা সোহেলকে থানা পুলিশের হাতে তুলে দেন।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার কাতিহার হাট থেকে সোহেল রানাকে আটক করা হয়। সোহেল জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, শনিবার বিকেলে কাতিহার হাটে সোহেল নামের এ ব্যক্তিটি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় হাটের লোকজন তাকে আটক করে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে এসে তল্লাশি করে সোহেলের কাছ থেকে ৪ হাজার টাকার(১ হাজার টাকার ৪টি) জাল নোট উদ্ধার ও করে জব্দ করে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আজ(রবিবার ৫ অক্টোবর) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।