আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি।। দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার ৩০ মে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ১০টায় পৌর শহরে একটি বর্ণাঢ্য র ্যালি বের করা হয়।
পরে ডিগ্রি কলেজ হলরুমে কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে রচনা লিখন, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, অধ্যক্ষ জাকির হোসেন ও শিক্ষা অফিসার তোবারক আলী। সভাপতি স্বাগত বক্তব্য দেন। আরো বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য, ইউএনও, কমিটির সহসভাপতি আবদল খালেক ও সদস্য প্রধান শিক্ষক আব শাহানশাহ ইকবাল। সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রশান্ত বসাক। প্রতিযোগিতায় ৬টি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। রচনায় প্রথম হন ওয়াশিয়া মাহবুব( সরকারি বালিকা উ:বি:) ২য়- সাদিয়া আকতার( কাদিহাট উ: বি:),৩য়- মীম আকতার( নেকমরদ কুসুমউদ্দিন বালিকা উ: বি:)।
বিতর্কে চ্যাম্পিয়ন হয় রাণীশংকৈল সরকারি গার্লস হাই স্কুল। রানার আপ, নেকমরদ আলিমউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়।শ্রেষ্ঠ বিতার্কিক হন- দিশারী দিনা।(সরকারি গার্লস) বিচারক ছিলেন, শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, প্রভাষক আলমগীর হোসেন, অধ্যাপক আশরাফ আলী, পারুল বেগম ও মনিরুজ্জামান মনি। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ দেয়া হয়।