আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি। । ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে মঙ্গলবার ২১ জুন সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া বিশেষ ১০ উদ্যোগ বিষয়ে দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মোট ৫০ জন প্রশিক্ষনার্থী অংশ নেন। ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইউএনওসহ অতিথিরা মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগের কথা তুলে ধরে বক্তব্য দেন। প্রসঙ্গত প্রধানমন্ত্রীর বিশেষ সফল ১০ উদ্যোগ হলো- ১.একটি বাড়ি একটি খামার ২. আশ্রায়ণ প্রকল্প ৩. ডিজিটাল প্রযুক্তি ৪.শিক্ষা সহায়তা কর্মসূচি ৫. বাড়ি বাড়ি বিদ্যুৎ ৬. নারীর ক্ষমতায়ন ৭. সামাজিক নিরাপত্তা কর্মসূচি ৮. কমিউনিটি ক্লিনিক স্বাস্থসেবা ৯.বিনিয়োগ বিকাশ ১০. পরিবেশ সুরক্ষা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।