রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার
১৮ ডিসেম্বর ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বোরোধান বীজ বিতরণ শুরু হয়েছে। এ উপলক্ষে এদিন সকাল ১১টায় কৃষি অফিস চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, কৃষক-কৃষাণী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার শহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে উন্নত জাতের বোরোধান উৎপাদন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে আরো বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতে ইসলামীর সম্পাদক রজব আলী প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে এ ধানবীজ সঠিকভাবে চাষাবাদ করে অধিক ফলানোর জন্য উপস্থিত কৃষাণ-কৃষাণীদের প্রতি আহবান
জানান। সঞ্চালনা করেন উপসহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম। সভাপতি তার শুভেচ্ছা বক্তব্য দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন। কৃষি অফিসার জানান,এ রবি মৌসুমে মোট ২৪০০ কৃষককের প্রত্যেককে ২ কেজি করে ধানবীজ দেয়া হবে।
আনোয়ারুল ইসলাম। ০১৭১৬৮৯৩৭৯৯