রাণীশংকৈলে যৌথ অভিযানে ১১ গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা, জরিমানা।
আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১১টি যানবাহনের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এরমধ্যে ৬টি মোটরসাইকেল আটক করা হয়। বুধবার (২ জুলাই) পৌর শহরের শিবদিঘি যাত্রী ছাউনি মোড়ে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, ট্রাফিক আইন অমান্য এবং সন্দেহজনক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়। এসময় বিভিন্ন যানবাহন থেকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এব্যাপারে পৌর শহরে ট্রাফিক পুলিশের দ্বায়িত্বরত কর্মকর্তা মেহেদী হাসান জানান, হেলমেট ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ট্রাফিক আইনে ১১ টি গাড়ির মালিককে বিভিন্ন অংকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে মর্মে তিনি জানান।